মধুময় গ্রীষ্মে তীর্যক প্রখর রোদের তাপ, আলো,
কালবৈশাখীতে আকাশ তিমির কালো।


বর্ষার পানিতে চারদিক থই থই,
পদ্মায় ধরা পড়ে রূপালী ইলিশ,কাতল,রুই


শরতের আকাশে শুভ্র মেঘ-


কাশফুল,শিউলী ফুল কুঁড়ানোর আনন্দ,
শরতের পর নবান্নের উৎসবে ঘরে ঘরে আনন্দ।


গ্রামে-গঞ্জে পিঠা পায়েস তৈরীর পড়ে ধুম,
পেট পুরে খেয়ে শিশু-বুড়োরা দেয় আয়েশে ঘুম।


হেমন্তের ঝিরঝিরে বাতাস,
নিয়ে আসে শীতের আভাস।


শীতকালে চারদিকে ঘন কুয়াশা,
কিছুই দেখা যায় না,সব লাগে ঝাপসা।


অতি সামান্য শিশির বিন্দু,
যদি ও বিন্দু থেকে হয় সিন্ধু ।


বসন্তের দখিনা হাওয়ায় কোকিলের কূহূ কূহূ বড়ই মিষ্টি,
সকলের মনে দোলা দেয়,হয় আনন্দের সৃষ্টি।