কি পাগলামু তোমার -


হঠাৎ এসে বললে চলো,
অপলক দৃষ্টিতে আমি চুপচাপ
কিছুক্ষণ পর বললাম কোথায়?
  দুহাত বাড়িয়ে মৃদুহেসে বললে, বলা যাবে না।
কি যে হেয়ালী তোমার বুঝি না,
আনন্দে ,উচ্ছাসে ফের প্রশ্ন কোথায়?
উল্টো প্রশ্ন যেখানেই নিয়ে যাই ,
তুমি যাবে না দোলন?
নাছোড়বান্দা,জড়িয়ে ধরে চোখ বন্ধ করে,
বললাম ঠিক আছে ,এখুনি চলো।
এখন নয়,কাল ভোর ছয়টায় ফ্লাইট,


যেই কথা সেই কাজ,
পৃথিবীর সমস্ত সুখ যেন আজ উপচে পড়ছে,
সব চাওয়া যেন আজ হাতের মুঠোই,
সকল চাওয়া যেন আজই পূরণ হবে।
দুজন হাতে হাত রেখে সুখ পবনে ছুটলাম।
আমি গুন গুন করছি -আমার পরাণ যাহা চায়,
তুমি তাই তুমি তাই গো.....
ও আমার সাথে সুর মিলালো..


আজই প্রথম মনে হল জীবন মানেই আনন্দ।
উদাসী এ মনে এক অন্যরকম অনুভূতি।
নতুন সূর্যের হাতছানি,
নব উদ্যমে সুখের পায়রা নীর খুঁজে পেল।
গন্তব্যে পৌঁছালাম ,ও আমাকে অবাক করে দিল।
কাজী অফিসে ঢুকলো ,ওয়াও
ভাবতেই পারছি না ,আশ্চর্য হওয়া ছাড়া আর কি!


এমন সময় একটা ফোন .......
আর “স্বপ্নভ্রষ্ট” হলাম ।
রাতের অন্ধকর যেন আমায় গ্রাস করলো,
এই ছন্দহীন স্বপ্ন আমায় ভাবায়,
যে স্বপ্ন কোনোদিন সত্যি হবার নয়।
তুমি তো অন্য জগতে .....
আমি একা আছি, একাই পথ চলা,
ওপারে যখন যাবো সৈকতের তীরে,
হয়তো সেদিন দেখা পাবো ।


অপেক্ষায় পথ চেয়ে“ স্বপ্নভ্রষ্টা”।