এসো হে স্বাধীনতা,
নিয়ে একাগ্রতা।
কত বছর,কত দিবস-রজনী,
ভাবনায় শুধু তুমি হে মাতৃজননী।
তোমায়“ স্বাগতম, লাল-সবুজ”
শ্যামল-ছায়া,অমর নিশান লাল-সবুজ।
তোমায় ঘিরে এক নদী রক্ত দিল কত প্রাণ,
তবুও তুমি এলে জুড়ায় প্রাণ।
সন্তান হারা কত মায়ের কান্নার আহাজারি,
তবুও হয় না কারও সাথে তোমার জুড়ি।
কত পুষ্প বাহার তোমার চরণে,
ভালোবাসায় আঁকড়ে বাঁচি তোমার স্মরণে।