শোষকেরা ধরেছে দেখ নানান ধরনের বেশ,
ওরাই নাকি করেছে স্বাধীন সোনার বাংলাদেশ।
ভাবতে আমার অবাক লাগে,
বীরযোদ্ধা নামের আগে।
লুটেপুটে ভরেছে দেখ ঝোলা,
সত্যিকারের বীররা যেন হয়েছেন, বোবা- কালা।
না খেয়ে কাটছে তাদের দিবস-রজনী,
আর কত দিন এভাবে যাবে হে মাতৃজননী?
টনক নড়ে বছর শেষে বড় বড় কথা,
“বিজয় দিবস” এলেই ওদের লাগে বড় ব্যথা।
নয় মাস যুদ্ধ করে বয়েছে রক্তের বন্যা,
দ্বারে দ্বারে হাত পাতে বীরযোদ্ধাদের কন্যা।
সর্বদা ভাসে ওরা অশ্রুজলে,
ধুঁকে ধুঁকে মরছে কেউ,
আর কেউ বা সুখের দোলনায় দুলে।