বিঃদ্রঃ (বাংলা কবিতার আসরে আমার ১০০ তম কবিতায় আসরের সকল কবিগণকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি।আমার সকল ত্রুটি মার্জনা করবেন এবং আমার জন্য দোয়া করবেন।)


এসো হে নবীন
বাজিয়ে সুর লহরী উল্লাসিত নব বীণ
আজ সুর মিলিয়ে গাইব জয়যাত্রার গান,
আনন্দে আহ্বলাদিত নবীন প্রাণ।


এসো হে নবীন
এগিয়ে চল অবিরাম,অন্তহীন
ভোরের সূর্যের প্রথম আলো,
স্বপ্নডানা মেলে জয়ের অগ্নি হৃদয়ে ঢালো।


এসো হে নবীন
নির্মল ভালোবাসায় হও রংধনুর রঙে রঙিন
শত বাধা-বিপত্তি পেছনে ফেলে,
পায়ে পায়ে অগ্রসরমান হও ঢাকের তালে তালে।


এসো হে নবীন
ভেদাভেদ ভুলে নবীন বা প্রবীন
সোনামাখা সোনালী বরণ ঢালায়,
সাজিয়েছি আজ হে নবীন তোমাদেরি শুভেচ্ছায়।