রসিক বন্ধু কোথায় রইলি?
ডাকছি আমি তোরে
তোরই কথা ভাবি যখন
মন হাহাকার করে।


দেহ তরী ঘাটে বান্ধি
বৈঠা তোরি হাতে।
প্রাণপাখি কোথায় গেলো?
দুঃখ দিয়ে চিতে।


আমার জীবন তোরি হাতে
ঘুরছি জগৎ জুড়ে,
ভালোবাসি তোরে বন্ধু
ডাকি মধুর সুরে।


দূরে যদি থাকিস রে তুই
পরাণ সদায় পোড়ে
তোরই কথা মনে হলে ।
দুঃখ হয় অন্তরে।


একবার যদি ধরা দিতিস
রাখতাম রে বাঁন্ধিয়া ।
প্রেমের পাখি তুই যে আমার,
গেলি রে কান্দাইয়া ।