বাড়ি বানাও কোথায় রে মন
আসল বাড়ি থুইয়া।
মাটির বাড়ি, মাটিরই ঘর,
(রয়) মাটিতে লুটাইয়া।


“মধুর বাসর” হবে সেথায়
ভাবছি কি বসিয়া?
পালকি করে যাবো আমি ,
দাওনা রে সাজাইয়া।


বন্ধু আমার বসে আছে
বড়ো আশা করে।
কতো ভালোবাসি বন্ধু
দেখবে পরখ করে।


মাটি দিয়ে গড়িয়াছেন,
কতো সুন্দর করে!
বন্ধুর জন্যে কি নেবে মন
রাখছো নি অন্তরে?


বাতি ছাড়া সেই ঘরেতে
মাটির বিছানায়,
থাকবি রে মন একা একা
ভাবছো কি নিরালায়?