ও পথিক ভাই, যাচ্ছো কোথায় ?
আমার কথা শুনো-
কয়টি গাছ পড়েছে হেলে
সঠিক করে গুনো।


ও পথিক ভাই, একটু জিরোও
ক্লান্ত শ্রান্ত দেহ
দিবারাতি চলছো সদা
নেয় কি গো খোঁজ কেহ!


ও পথিক ভাই ,দুঃখ বুঝো?
নজর করে দেখো
কত শিশু বৃদ্ধ অন্ধ
তাদের দেখে শেখো ।


ও পথিক ভাই ,রাগ নেই তোমার?
থাকো শুধু চুপচাপ
যখন তখন হয় প্রয়োজন
  কাটে শুধু ধুপধাপ।


ও পথিক ভাই, মহান তুমি
সেবায় নিয়োজিত
হতো যদি মানুষ এমন
গ্লানি মুছে দিতো।