স্বপ্নিল আকাশে উজ্জল নক্ষত্র তুমি
চাঁদের পালকী চড়ে এলে প্রিয় প্রাণনাথ
রাঙিয়ে নিলাম মনাকাশ তোমা রঙে
অস্থির মননে ভালোবাসার ঢঙে।


যখন ফাগুন বাতাস মনেতে বয়
তখন তোমায় মনে চায় প্রাণে চায়
মুক্তোর খোলসে ভেসে উঠে প্রিয়তম
বিষম পিরিতি জাগে যেন শ্যামান্তরে।


দিবানিশি ডাকি হৃদয়ের তলে তারে
নিয়তির ফেরে সে আসে না ফিরে সখি
ভালোবাসি তবু সর্বনাশী পদ্মা ঢেউ
আসবে আবার নতুন ধরায় প্রিয়?