প্রিয় প্রিয় ডাকি ডাকি
কোথা যাও গো ছাড়ি?
ঐ পথ পানে চেয়ে থাকি
পড়ে যে বাসন্তি শাড়ি।


কত রঙিন স্বপ্ন আঁকি!
দূরপথ দেবো পাড়ি।
কাঁদিছে আষাঢ়ে আঁখি;
তোমার সাথে আড়ি।


শুধু দাও যে আমায় ফাঁকি
ব্যথা বুক হয় ভারি।
বিরহ কোথা যে রাখি!
এসো আমার বাড়ি।


ব্যথা দিয়ে ব্যথা ঢাকি
সুখের স্বপ্ন গড়ি
ছোট ছোট কথার সিকি
মগ্ন হয়ে পড়ি।