সুখ পাখিরে ডাকি তোরে
তুই কেন র'স ঘুমে?
কান্দি আমি অবিরত
যা' না মধুর চুমে।


নিশি রাইতে ডাকিস রে তুই
থাকিস মেঘে ঢাকা,
চাঁদের খুঁজে উড়ে বেড়াই
ঘুম ভেঙে রই একা


তোরে নিয়ে যাবো আমি,
স্বপ্ন-সুখের দেশে
দেখবে জগৎ, বিশ্ববাসী,
হিংসে হবে শেষে।


এতো স্বপ্ন সবই মিছে
হবে কি দিন শেষে!
স্বপ্ন-সুখের প্রসন্নতায়
যাবোই ভালোবেসে।