কিছু কিছু বিমল স্মৃতি মনের ঘরে অন্তরে অন্তরে
জানি মুছে যাবে গ্লানি তবু রবে পরানেরই তলে,
থেকো সারাজীবন সখা ভালোবাসার উজ্জল প্রদীপ হয়ে
রেখো না অন্য চোখে চোখ ঐ  হাতে হাত ওগো দোহাই তোমার।


শত জনমের এক চিলতে সুখের আবাস স্থাপন করেছি আজি
ভরায়ে দিয়েছ এই বুক অনাবিল সুখ জাগে দিকে দিকে।
অবনী আজ রঙিন ফুলে অপরূপে সবুজে সবুজে,
সেজেছে নিটোল হাসিতে তোমার জন্য একবার দেখো চেয়ে।


আমারই থেকো এই ধরায় ভালোবাসার জ্যোৎস্নাময় রাত হয়ে
সেই আলোতে বেঁচে রবো তোমার নামে অনন্ত মহাকাল।