২৩.
অভিমানে থাকলে দূরে থাকো আমার কী
আমি কী আর ঢালবো বলো পান্তা ভাতে ঘি
মনের ভিতর বসাও যদি অথৈ দুঃখের হাট
কোথায় পাবে সুরের সাথী ভেবে দেখছো নি!


২৪.
অভাগা তুই ধনে কাতর বিষে ভরা মন
অর্থে তোরই ধরবে পোকা ওরে বোকা শোন
ধন থাকিতেও খাই খাই করিস গরিব হয়ে দেখ
কবরেতে যাস রে নিয়ে কাড়িকাড়ি ধন।