ভীতু ছেলে চাই না খোকা সাহসী প্রাণ চাই
ঘরে বসে থাকবে নাকো জেনো তুমি তাই
পরের জন্য লুটিয়ে দেবে তার সকল বেলা
কাজের সময় করবে নাতো কোনো অবহেলা।


ভূতের গল্প পড়তে গেলে থরথরিয়ে কাঁপে
এমন ছেলে চায় কি বল কোনো মায়ে-বাপে
দুরন্তপনায় এগিয়ে যাবে বুকে নিয়ে বল
শত বাঁধা পেছন ফেলে সামনেতে চল ।


দুখী মাকে এনে দেবে সূর্যের ঐ হাসি
জগত হেসে বলবে তোমায় ভালোবাসি
সোনার ছেলে রত্ন পেলেও লোভ সামলিয়ে রবে
লোভহীনতায় সত্য কথা বলবে হেসে কবে ?


আবারও কি পাবো মাগো দামাল ছেলের দল
বুকের তাজা রক্ত দিতে থাকবে সদা অটল
আয় ফিরে আয় সকল ছেলে বিপথগামী যারা
সুপথে চল মায়ের কাছে তোরাই চোখের তারা।