স্বাধীনতা কই গো আমার
স্বাধীনতা কই!
বুকে জমা কষ্টগুলো
করে হইচই।।


তোমরা যারা যুদ্ধ করে
আনলে স্বাধীনতা,
আজ ও কেনো মানতে হয়
পরাধীনতা।
দামাল ছেলের রক্তগুলোর
মানটা তবে কই!


পদে পদে মরছে ধুঁকে
রঙিন স্বপ্নগুলো
তারই মাঝে পড়ে শুধু
দূষিত ধূলো।
চাই না জবাব যুগের কাছে
অধিকারটা কই!


বুটের তলায় মিশছে কতো
মুক্তি সেনার দল
কোথায় তবে মানবতা
বাংলা মা তুই বল?
রক্তে কেনা মুখের ভাষা
লুকিয়ে ক্যান রয়!