সাগর কন্যা তুমি অনিন্দ্য সুন্দরী
তোমার রূপে আমি মুগ্ধ বিমোহিত
তুমি যেনো নদী বুকে নিয়ে বয়ে যাও,
যতো অশুদ্ধ বিষময় গলিত জঞ্জাল।


বেখেয়ালে পথিক পথ ভুল করে,
দিক হারায় নিরন্তর তুমি তা জান!
শরতের কাশবন জ্যোৎস্নামাখা রাত
সবই যেনো তুমিময় ।


গহিন বনের সবুজ পাহাড় স্বর্ণলতা
তোমারই প্রেমে মশগুল তুমি জান কী !
মহাকাল আছি থাকবো তোমার পাশে
বিমল ভালোবাসায় আমায় বুকে তুলে নিও।