(বিঃদ্রঃসব মায়েদের প্রতি শ্রদ্ধা ও সম্মান রেখে লিখছি।তবে যে শাশুড়ি মায়েরা বউদের সাথে ব্যতিক্রম আচরণ করেন ,আমার লেখাটা তাদের জন্য।)


বধূ যখন আসে ছেড়ে
আপন বাপের বাড়ি;
মাথার কাপড় ফেলে দেখে
গয়না কতো ভারী।


সোনার টুকরো ছেলে আমার
নিও না যে কাড়ি;
অন্য জায়গায় বিয়ে দিলে
আনতাম ভরি ভরি।


মানুষ করতে লেগেছে যে
অনেক অর্থ-কড়ি;
শিক্ষিত ছেলে যে আমার
দিতো একটা গাড়ি!


গরম তেলে সম্বরা দেয়
ঐ চাচী শাশুড়ি;
গালি দিয়ে বলে বউকে
তুই একটা মুখপুরি।


কথায় কথায় যুদ্ধ চলে
শ্মশান হয় বাড়ি;
সংসারের শান্তি নষ্ট হয়
বউ-শাশুড়ি আড়ি।


ভেবে দেখুন দুজনই তো
মা জননী নারী;
সুখে শান্তিতে ভরান ঘর
মেলান হাঁড়ি হাঁড়ি।


দু‘দিনের দুনিয়ায় কদিন
করবেন বাহাদুরি;
মিলেমিশে থাকেন গো মা
তুচ্ছ অর্থ -কড়ি।