শিশুর হাতে টাচ ফোন
এই নিয়ে আলোরন
করি কানাকানি
বিপদ তাতে মানি।


মায়েদের নাই টেনশন
পেয়ে গেছেন পেনশন ,
কাঁদে না আর শিশু
পাশের বাড়ির মিশু।


নাস্তায় মোটুপাতলু
চায় লাল ,ছোটু,লাভলু
মোবাইলে ভীষণ টান
দুপুরেও তাই তা চান।


মন নাই পড়ালেখায়
গেমস খেলায় মজা পায়
বাবা ভাবেন বসে
কিল চড় মারেন কষে।


ঘরে নিত্য দ্বন্ধ
সর্ম্পক হয় মন্দ
সচেতন হোন সবাই
ওদের সুস্থতা চাই।