হাড়কাঁপানো শীতের রাতে  
পথশিশু ঘুমায়পাতে
মাথার নীচে ইটের বালিশ
নাই তবু কোনো নালিশ।


চোখের পাতায় ঘুম এলে
ক্লান্ত দেহ দেয় ঢেলে,
মলিন মুখের শীতল ব্যথা
অশ্রুজলে কয় কথা।