স্মৃতির ডায়রিতে ধূলোয় চাপাপড়া বেদনার নীল
তারই চারপাশে তাকিয়ে থাকে আকাঙ্খা হয় বিলীন!
কভু যদি সময় ধার দেয়,ব্যস্ততার ইচ্ছেপূরণ হলে
ঘেটেঘুঁটে চেখে নেই হৃদয়ে জমানো ব্যথার থলে।


কতোটা অনুভবের পথ মাড়িয়েছি মহাকাল ধরে
পেছন বাগের অনাবিল আনন্দ,সুখের বায়না পার করে।
কিছু প্রাণ দাতা হয়ে রয় চিরকাল কেউ করে ভোগ
দু'হাত পেতে নিঃস্ব হৃদয় নিতে নাহি চায় সুযোগ ।


অভিশপ্ত বিবেক দুঃস্বপ্নের সামিল হার মানে অন্ধ
সুখেই যদি গা ভাসাই তবে হৃদয়ের পোড়া গন্ধ,
কোথা রাখি;নিজেকেই নিজের সত্বাকে দেই ফাঁকি,
বিষাক্ত পৃথিবীতে বিবেকের কান্না কোথায় রাখি।