বুকের তাজা রক্তে ভেজা
মাতৃভূমির ধূলিকণা
সুজলা-সুফলা, শস্য-শ্যামলা
রূপবতী সোনায় সাজা।


বাংলা মায়ের চোখের মণিরা
নিঃস্বার্থে দিয়েছে প্রাণ
ছিনিয়ে এনেছে বাংলার সম্মান
স্বার্থক হলো তাদের আত্মদান।

আমরা পেয়েছি একটি নিশানা
“ সবুজের বুকে লাল”
বেঁচে থাকবে তাঁরা
অম্লান চিরকাল।



রচনাকাল:৩১/১০/২০০৭ ইং