কবি তুমি বুঝো ছন্দ বা মাত্রা?
কবিতা লিখো!হ্যাঁ, তুমি পারবে।
তোমার মধ্যে কবিতার ভাব আছে,
কবিতার ভাষা,শব্দ উপমা শিখো।


তোমাকে শব্দ জেনে নিতে হবে
আকাশে বাতাসে,চোখের পাতায়
যত্র তত্র শব্দ বসাবে না।  


স্বরবৃত্তে, মাত্রাবৃত্তে, অক্ষরবৃত্তে
যে বৃত্তেই  লিখো তা কিন্তু বড় কথা নয়
কবিতা লিখতে ছন্দ লাগে না কিন্তু
কবিকে ছন্দ জানতে হবে।


মান্ধাতারই আমলে থাকলে হবে?
রবি, নজরুল, জীবনানন্দের সাথে
তাল মিলালে তো হবে না।


আধুনিক যুগে আধুনিক হও কবি।
ছন্দ ভাঙতে হবে, বুঝেছো।
অকবি তাই যে ভাবছে কবিতা,
ছন্দ মাত্রা কী?