স্বপ্ন গড়ি! স্বপ্ন ভাঙি প্রিয় !
ধূলার 'পরে সুখের অট্টালিকা;
হালকা বাতাস ভেঙে নিলো বুঝি
বাবুই পাখির সকল অহমিকা।


পান্থ পাখি ফিরে ফিরে চায়,
মনের মাঝের গভীর আকুতিতে।
এলোমেলো মেঘগুলো ঐ ছুটে,
চাঁদের নিজের আলোগুলো নিতে।


গুলি খাওয়া কাকেরা যায় উড়ে.
জীবন বাঁচার তাগিদে তা' নয় তো!
একটু শান্তির পরশ পেতে তারা,
সারা বনে উড়ে বেড়ায় হয়তো।
                
এই জীবনের নিরাশার হাতছানি,
আর হবে না হয়তো কিছু পাওয়া;
প্রেমেরই যে নীল পদ্ম পেলাম
নেতিয়ে পড়ে যা ছিলো মোর চাওয়া।


রঙিন জীবন ধূসর হচ্ছে ক্রমে
পরাশ্রয়ী স্বর্ণলতার মতো,
পথের পাশে এলোমেলো হাঁটে
ভালোবাসার ভাবনা আমার যতো।