জানো কি প্রিয়! উদাসী এ মন আকাশে বাতাসে
তোমাকেই খোঁজে বেড়ায় অহর্নিশ ,রঙধনু রঙে
এ বসন্তে ফাগুনের কাছে বায়না ধরে রোজই,
মধুর আবেশে কলাপাতার ছাউনীতে বাসর
সাজাবে বলে।


প্রাণের বন্ধন যেন জন্মান্তরের,যা মলিন হয় না
মনের আঙিনায় ভেসে উঠো নিরন্তর,ক্ষনে ক্ষনেই
চাতক হয়ে উঠি,তোমার অনুপস্থিতি এ হৃদয়ে
এক অদ্ভূত টানাপোড়নের সৃষ্টি হয়,যা মনকে
ক্ষতবিক্ষত করে পলাশের মতো রক্তাক্ত হয়।


ভোরের হিমেল হাওয়ায় এলোকেশে মুক্তাকাশে
শঙ্খচিলের বেশে ঘুরে বেড়াই কল্পনার রাজ্যে
শ্যাম-রাধিকা হবো বলে। এই পৃথিবীটা আরও
সুন্দর হতো একটু ছোঁয়া পেলে।তাই হাসতে-
গিয়েও কেঁদে মরি হাসির ছলে।


তবু যা পেয়েছি দুহাতে নিয়েছি পরমসুখে
আঙুলের ছাপে মেপে নিয়েছি নিয়তি কী বলে!
স্বর্গ যেনো নেমে এসেছে ভাঙা কুঁড়ে ঘরে
জ্যেৎস্না ধোয়া শিশির বিন্দু রবিতে ঝলমল করে।