সভ্যতা এখন ক্রমশ বিলুপ্ত
চারদিকে ধাবিত হায়েনা,
সুযোগ পেলেই গ্রাসে লিপ্ত,
“সভ্যতার অঙ্কুরোদগম”ও হতে দেবে না।


দ্বারে দ্বারে আজ মানুষ রূপী শয়তান।
আঁচল পেতে ওরা ভিক্ষা নেয় না।
মিষ্টি ভাষায় প্রকাশ্যে দৃশ্যমান
সমাজের দর্পণে ওরা প্রতিফলন ফেলে না।


একটাই কাজ শরষে ক্ষেতের ভূত তাড়ানো
খেটে খাওয়া মজুরের শ্রমে
নিজেদের  উদর ভরানো
ওরা বিষাক্ত,পরিবর্তন নেই শত জনমে।