মাগো তোমায় আমি যে চাই
  পদতলে  দিও ঠাঁই
তোমার মতো এতো স্নেহ,
কোথায় পাবো বলো?


খোদার তরে হাত উঠিয়ে,
করো দোয়া আমায়
বড় হয়ে  করবো  পালন
শৈশবে যেমন করেছ,
  এ অভাগারে।


সন্তানের বেহেশত মায়ের পদতলে
বাচঁবোনা মাগো তোমায় ছাড়া
ইহকাল বা পরকালে
মায়ের খুশিতে আল্লাহ খুশি হয়
মরণকালে দিও মাগো,
তোমারি কোলে আশ্রয়।


দেখলে মাগো তোমার মুখ
গুঁচে যায় সব  দু:খ
শান্তি মিলে ভবে
মাকে সেবা কর  মিলে সবে


“মা” যেন এক পরশ পাথর
  সান্তনার এক বন্যা।
  মন খারাপ হয়না মায়ের
  হোক পুত্র বা কন্যা।


“মা” জননী খালিকুনের
  অপরুপ  এক  সৃস্টি
  সন্তানের কিছু হলে
  মায়ের চোখে ঝরে যেনো
  অঝর ধারায় বৃস্টি।


পৃথিবীতে কতো কিছু,
দেখতে আছে কতো
সব কিছুর বিনিময়ে
তোমায় আমি চাই।