তুমি আসবে বলে“ খোকা”
ত্রিশ বছর অপেক্ষায়
মন কেঁদে হয়েছে অসহায়।
কত জনে কুৎসা রটিয়েছে,
দুকর্ণভারী করেছে।


          বছর ঘুরে ঘুরে এলো,
          ছ’মণি কন্যা।
          হয়তো যদি আসতে , খোকা
          বয়ে যেত সুখের বন্যা।


পাড়া -পড়শী বলতো আটকুঁড়ে,
বংশে প্রদীপ কে দিবে ?
কুসংস্কার এই প্রথা আর কত দিন
উত্তর নেই জানা ।


           এসব কথার দিন শেষ
           খোকা ‍তুমি এলে অবশেষ।
           আজ যেন চাঁদের হাট  ঘরে,
           শুকরিয়া প্রভুর তরে।


লোকে  বলে , ছেলে-মেয়ে সমানে সমান
অন্তর তবুও ব্যথিত হয় প্রাণ
কষ্ট নিও না হে কন্যা ।
তোমাদের জন্যই লেগে থাকে,
ঘরে ঘরে সুখের বন্যা।