তুমি আছো
অনুভূতি জুড়ে
ফাগুনের রঙে রঙে
ফুলে ফুলে।


শিউলির জেগে উঠায়
মিনারের ফুলের বাসি সৌরভে
সেই মাঠের বাম দিকে-
প্রবীণ বটের ছায়ায়।


মিষ্টি হাসিতে
নীরব অনুভবে
চোখের ভাষায়
ব্যস্ততার মাঝেও কলমে।


কিছু স্মৃতি ভুলার নয়
লকলকে লাউয়ের ডগার মতো
মাচার ফাঁকে ফাঁকে
উঁকি দিয়ে যায়।


ছুঁয়ে দিলে লজ্জাবতীর মতো
জমিনে মিশে যায়,
ভালোবাসি এবং ভালোবাসি
ভেবো না তুমি নেই।