পাশের বাড়ির ঐ ছেলেটা হেসে কথা কয়
আমায় দেখে অপলকে অবাক চেয়ে রয়
চলার পথে দেখা হলেই ফিরে ফিরে চায়
কিছু বলার আগেই হঠাৎ উধাও হয়ে যায়।


এমন করে বছর পাঁচেক কেটে গেল দিন
বেলা গেল সন্ধ্যা হলো বাজল প্রেমের বীণ
কলেজ শেষে যখন আমি ভার্সিটিতে পড়ি
রঙিন খামে এনে দিলো সুন্দর একটা ঘড়ি।  


বলল হেসে যাচ্ছি আমি আনতে স্বাধীনতা
লাল সবুজের বিজয় এনে দেবো পাকা কথা
যুদ্ধ হলো বিজয় এলো স্বাধীন হলো দেশ
রক্ত দিয়ে লেখা হলো সোনার বাংলাদেশ।


তার আশাতে আজও আমি স্বপ্ন এঁকে যাই
আকাশ পাতাল খুঁজে মরি কোথায় তারে পাই?
কথা দিয়ে রাখলো না সে আসলো না আর ফিরে
মনের ভিতর যতো স্বপ্ন ছিলো তারেই ঘিরে।      


বিজয় নিশান যখন উড়ে আকাশের ঐ পানে
গর্বে তখন মনটা ভরে পুলক আসে প্রাণে    
সোনার বাংলা গান গেয়ে যাই রাখাল বাজায় বাঁশি
তুমিই প্রিয় বাংলাদেশ তোমায় ভালোবাসি।