সেই যে এলো আর গেলো না
মরার করোনা,
বলছে সবাই ক্ষমা করো
আমায় ধরো না।
কাহিল করলো কত জনকেই
মরলো হাজার হাজার
বাসায় বসে ভয়ে ভয়ে
চায় না যেতে বাজার।


এমন করেই যাচ্ছিলো দিন
ঘরে বসে বসে
চলাফেরা ,খাবার-দাবার
হিসেব কষে কষে।
জ্ঞানী-গুনী ব্যক্তিবর্গের
মাথায় পড়লো বাজ,
কেমন করে বাঁচাবো প্রাণ
একটাই চিন্তা আজ।


বেলা শেষে ভ্যাকসিনের
সুখবরটা পেলাম,
অনলাইনে নিবন্ধনে
নামটা দিতে গেলাম।
ভয়ে ভয়ে মরছে সব
কাঁপছে থরো থরো
টিকা কিন্তু দেবো না ভাই
ভাগি সরো সরো।


খবর এলো উপর থেকে
বাদ যাবে না কেউ,
জাগলো আবার সবার বুকে
দুঃখবোধের ঢেউ।
অবশেষে কান্না সুরে
টিকা দিতে এলো
ডাক্তারেরই হাসি দেখে
ভয়টা এবার গেলো।