ভাল্লাগে না সংসার জীবন ভাল্লাগে না কিছু
ভাল্লাগে না সুখের ধ্বনি হতাশা নেয় পিছু,
ভাল্লাগে না নাওয়া- খাওয়া ভাল্লাগে না ঘুম
ভাল্লাগে না জ্যোৎস্নার আলো সূয্যিমামার চুম।


ভাল্লাগে না বিষন্নতা ভাল্লাগে না হাসি
ভাল্লাগে না সুর লহরী ভাল্লাগে না বাঁশি।
ভাল্লাগে না মোরগ পোলাও ভাল্লাগে না খাসি
ভাল্লাগে না শুঁটকি মাছের ভর্তা- ভাজি বাসি।


ভাল্লাগে না পড়ালেখা কাব্যকথার গল্প
ভাল্লাগে না তার ন্যাকামী, প্রেম অল্প স্বল্প।  
ভাল্লাগে না চুরি জারি ভাল্লাগে না দুর্নীতি
ভাল্লাগে না দুঃখীর কান্না দ্রব্যমূল্য স্ফীতি।    


ভাল্লাগে না বারেবারে হাতটা ধৌয়ার প্যারা
ভাল্লাগে না এলোকেশী, ঝাঁকড়া কিংবা ন্যাড়া।
ভাল্লাগে না বন্দী জীবন আকাশের ঐ ফানুস
ভাল্লাগে না লকডাউনে মাছের ড্রামে মানুষ।