মিছিলে মিছিলে স্বপ্ন সাজাই
জ্বলে উঠি রোজ,
ভাঙনের ঢেউ জাগানিয়া স্রোত
করে তা নিখোঁজ।


ফের ভেসে উঠি ব্যর্থতা ঝেড়ে
ফেলে দেই জলে,
ভাসিয়ে ছিলাম যেখানে জীবন
তামাশার ছলে।


নতুন করেই সাজাই তরণী
উড়াই ফানুস,
দূরের থেকেও দূরাকাশে খুঁজি
সোনার মানুষ।