ভয় পেয়েছে ভয় পেয়েছে পাশের বাড়ির খোকা
জানলায় নাকি ভূত দেখেছে দেখতে ভীষণ বোকা!
চোর ধরেছি চোর ধরিছে বলেছে সেই ভূত
শ্বাসনালীতে চেপে ধরে খেলছিল কুতকুত।


পুকুরচুরি চাপা দিতে, করলো কী সব কান্ড!
শাঁকচুন্নি আর সাঙ্গপাঙ্গ চালায় ভীষণ তান্ড।
সত্য কভু রয় না চাপা মিথ্যার শত ভিড়ে
ভূতেরা তাই জুবুথুবু আপন সুখের নীড়ে।


ফাঁস হয়েছে ফাঁস হয়েছে ভূতের জারিজুরি
দেশ-বিদেশে তাহার নাকি আছে ভুরিভুরি।
এসব কথা বলতে মানা বলছে গেছো ভূত
সব ভূতেরই আছে নাকি একটু আধটু খুঁত।