হে ! সখি প্রেমে পড়; প্রেমে পড় হে সখি।
তোর নয়ন ভরে অশ্রু ঝরুক আষাঢ় হয়ে ফুলুক ফেঁপে।
রজনী হোক তুচ্ছ, ভিজুক বালিশ পূর্ণ হয়ে।
সুপ্তির ঘোড়ে মাতাল হয়ে আর্তনাদ উঠুক প্রানে প্রানে।
একটুকরো দৃষ্টির অধীর প্রতীক্ষায়, চাহনি যাক তোর মলিন হয়ে।
হৃদয় জুড়ে বেঁচে থাকো একখানা অঙ্কন নিয়ে।
ভগ্ন হৃদয় চূর্ণ করে , আমার পানে থেকো চেয়ে।
আবেগঘন হৃদয় তোর, বাজুক উঠে ডুকরে ডুকরে।
অঙ্গী আসুক অসার হয়ে, হৃদয় জুড়ে আর্তি নামুক আশায় আশায়।
অঙ্গী ভাঙ্গুক অচল হয়ে , শক্তি নামুক পদতলে।
লুটিয়ে পড়ুক ভূমি তলে, কিঁঙ্চিৎ  সাক্ষাৎতের  আগ্ৰহে।
অধিষ্টি এসে মিলন করুক , সার্থক হোক জীবন ভরে ।
হে সখি প্রেমে পড়। প্রেমে পড় হে সখি।