যুগের তালে ভন্ড নাচে,
আইন কানুন সব বেচে কিনে;
আমজনতা কথার ফাঁকে,
সুরুত সুরুত চুমুক মারে!
চায়ে চিনি বেশি আজ,
দুধ খানিক কম,
চাপাতা তেঁতো করে,
গল্পগুজব ঘুরে চলে।


আস্ত আস্ত জননেতা,
দলবল নিয়ে ধেয়ে আসে;
করজোড় করে বিনীত সুরে,
আশ্বাস দেয় হাসি চেপে মুখে!


দিন ফুরিয়ে সন্ধ্যা নামে,
আমজনতা আশায় বাঁচে;
এইবার বুঝি হলোনা ঠিক,
আগামী বার ঠিক হবে।


আমজনতা কথায় পটু ,
বাঁচবে না হয় ভন্ড সাধু!
কথা কাটাকাটি, হাসি ঠাট্টা,
চায়ের দোকানে জমিয়ে আড্ডা;
খবরের কাগজ হাতে ঘুরাঘুরি,
হ্যাঁ, না, ঠিক, ভুলতে দিন পারাপারি।