আলতো ছোঁয়ায় ঠোঁটের ফাঁকে, বিড়ির মুথা আটকে থাকে;
আগুন জ্বলে পুড়পুরিয়ে,  সুখের টানে আবেশ  মেটে।
আলতো আভায় গরম লাগে , ঠোঁটের  জালা বিড়িই বোঝে।
ঝিমুনি ধরে মাথা টলে , মায়াবী চোখে সৃষ্টি নাচে।
কুন্ডলী বেয়ে সাদা ধোঁয়া, নাকে মুখে ধেয়ে আসে।
বিড়ির জীবন কমে আসে, ভূমি তলে ঠাই মেলে!
সর্বশেষ অগ্নি বিড়ির পদতলে নিধন নামে।
আবেশ ভরে বিড়ির টানে, সর্ব সুখী ফকির মানে।