নগ্ন পথ-ঘাট, নগ্ন রাজপথ, নগ্ন আজ বাজার ময়দান!
কোলাহলে মুখরিত আজ ঘর ভর্তি মানব-স্বজন।
অনুজের ওই হইহুল্লোড় , নীরবে মেতেছে আজ!
মসজিদে নেই সমাগম , মন্দিরে নেই তাজ।
মূক্ত আজ রেশন ভান্ডার , দূরত্বই শ্রেয়!
তেজ রয়েছে হৃদয়ে অটুট , কেননা আমার ভারত শ্রেয় ।
বৈদ্যশালায় ডাক্তার-নার্স অটুট রয়েছে
শ্রমে ; মানব রুপে ইশ্বর আজ মানছে মানব জনে!
সৈন্য সকল কর্মরত , শুভক্ষণের পথে ব্রত !
সেলাম ঠুকি তাদের প্রতি , মান অভিমান অটল রাখি।
শক্রর আজ একটাই রুপ , বিশ্বব্যাপী যুদ্ধের রুপ!
সৈন্য সকল লড়ছে পথে, রক্তে রাঙ্গানো মৃত্যুর সাথে।
সময় আজ বড়ই কঠিন; পাহাড়-পর্বত লক্ষ্য ভেদে!
তবুও!
তেজ রয়েছে হৃদয়ে অটুট , কেননা, আমার ভারত শ্রেয় ।