ধরুণ তবু কথা আছে , অব্যক্ত,  বলা হয়নি।
হৃদয় ভাঙ্গা, হাসি মজাক ,  মন গড়ানো ঐ আর কি ! বলা হয়নি।
দূরে আছি নিজেই  , নিজের থেকে- হাওয়ায় দুলিয়ে মন পাখা উরিয়ে।
ঐ দূরে আমি আছি , তুমি কাছে নেই , ঊরে যাই মন বলে অজানা ঐ হৃদয়।
জানা নেই ঐ বলে, অব্যক্ত , কিছু কথা।


অপ্প কথার গপ্প হয়ে ভাসবো কি অবুঝ মনে?
ঐ ধরুণ তুমি আছো তুমিই থাকো ,
বিনা অশ্রুর বরষা ঝরে হৃদয় খানি শুধুই ভাঙ্গে।
আজীবন কিছু কথা থাক , বলা হয়নি  
কে জানে অবুঝ মনে কি আছে?
ঘা বড়ে গিয়ে ঐ হৃদয়ে বিরতি টানে।


ঐ ভক্তি হতে তুমিই বড়ো , চক্ষু দুটি আমার নিয়ে ।
দেখবে তবে কেমন আছি তুমি হীনা জীবন গাথায়!?