বলি ও দরদী এখানে আয় , গল্পগুজব করে যা , জীবন বুঝি ফুরিয়ে এলো।
শুনেছি, তুই নাকি বড়ই পূর্ণ, পুরুত মশাই বড়ই ধন্য!
তোর দানতে মন্দিরখানা দশ সিঁড়িতে ঠাঁই পেয়েছে।
সেকথা তো বেশ ভালো, হোক না আরো পুরুত ভালো।


শুনেছি, তোর গোডাউনে অনেক চাল; বিলি নাকি করিস না!
আসল দামে কেউ চাইলে, তুই তো নাকি বেচিস না।
পূর্ণ যদি পেতেই চাইস বিলিয়ে দিলেই হয় ;
তোর পাড়াতেই অনেক মানুষ না খেয়ে দিন কাটায় ।


আরো ভালো কথা, পুরুত মশাই রটিয়ে ঘুরছে , তোর নামেই টিকিট আছে, মরলে নাকি তোকে নিতে স্বর্গ হতে দূত আসিবে।
এসব যদি সত্যিই হয়, তবে তো বেশ ভাল !
পুরুত মশাইর হাত ধরে আমার নামে টিকিট নিও।


শুনেছি, ওঝা কবিরাজ সঙ্গে রাখিস ভয় ডর নাকি খুব বেশি!
ছলচাতুরি করলে তুই পুরুতের দোয়ায় পূর্ণ পাবি?


শুনেছি, থুতুর বদলে রক্ত বের হয়!
একথা কি সত্য?
ভালো মন্দ খেয়ে নে বাপ ;
বেঁচে থেকে দেখি কত রঙ্গ।