আয়ু বৃদ্ধি ইতিহাসের পাতায় , অপরিহার্য সমাজ ভাষায়।
অজানা গল্প, অজানা তৃপ্তি, শত শত যুগে বাংলার সৃষ্টি।
কাঁটাতারে আছে রাজপথ আর জনপথে আজ পাসপোর্ট!
এ বাংলার মিলন ও বাংলায় মেলে;
উৎসব বসন্ত হৃদয় জুড়ে ।
বিশ্বব্যাপী একুশে ফেব্রুয়ারি, বাংলা ভাষা বাংলায় সৃষ্টি।
ভাষা মোদের চালন ভূমি, চলন বলন একই বুলি ।
বাংলার বন্ধন অটল থাকুক, দুই বাংলায় স্বর্গ নামুক!
এপারে গঙ্গা ওপরে পদ্মায় রয়েছে সবুজ ভূমি, ভালো থেকো, সুস্থ থেকো আমার বঙ্গ ভূমি ।