শান্ত দিনের কথা, পথচলা আঁকাবাঁকা, স্মৃতি জুড়ে বাঁচে চেতনে।
হুঁ হুঁ করে বায়ু এলো, ঝরা পাতা ঝরে গেল, পাখা মেলে পাখি উড়ে যত্নে।
নীল-লাল সাদা-কালো, প্রজাপতি ছুঁয়ে গেল, রংবেরং এর স্বাদ মেখে নয়নে।
স্নিগ্ধ ধ্বনি কর্ণে এলো, ঝিঁ ঝিঁ'র ডাকে ভরে গেল, সন্ধ্যাতারা হেসে হেসে সাড়া দেয় গগনে।
জোনাকি মিটমিটে আলো দিল জ্বালিয়ে, মায়াময় সৃষ্টি জেগে উঠে হৃদয়ে।
ধরাধরে লুকোচুরি চাঁদমামা দেবে পাড়ি, জ্যোৎস্নায় পুলকিত বোধ হবে সন্ধ্যায়।
শাখ বাজে উলুধ্বনি ধেয়ে বেঁয়ে প্রান্তর , দেহমন নাড়া দেয় খরস্রোত দ্বীপান্তর।