আয় বাপ পিঠে আয়!
জীর্ণ কাপড়ে বেঁধে , শীর্ণ শরীরে ফুলের ঝুড়ি মাথায় চেপে, এক-পা দুই-পা পথ চলা।
প্রতিদিনের মতোই শপিংমলে, শত শত নারী পুরুষের আনাগোনা।
বেশ জমজমাট!


দূর থেকে শব্দ ভেসে আসে, ফুলের মূল্য কত, অতশত হয় নাকি? খানিক কমালে দুটো ফুল নেই।


দিনের আলো নিভে যায় ক্ষণে ক্ষণে, জমজমাট শিথিল হয়ে পড়ে।
খসে পড়া পাপড়ি গুলো মিটমিট করে হেসে বলে, মূল্য আর খানিক কম হলে ঝুড়ি খালি হয়ে যেতো।


দৃঢ় দৃষ্টিতে ফুলের পানে চেয়ে, প্রশ্ন জাগে, ওরা শপিংমলে দামদর করে, একটু কমানোর?



::( আমি দূঃখিত কবিবর, আমার ফোনের সমস্যার কারণে আমি কারোর পেজে যেতে পারছিনা । আশা করি সকলেই ভালো আছেন। )
::অপূর্ব রায়