প্রবাহিণীর ধারায় ছুটে চলে জীবন;
কোথায় শুরু কোথায় শেষ।
দূরত্ব খানিক কমে আসে খনে খনে ,
জন কলরবের পিছে ছুটতে ছুটতে।
কলকলিয়ে ছুটে ধারা খিলখিলিয়ে হাঁসির সুরে,;
কোথাও গভীর কোথাও ধীমা ।
পবন বুঝে গগন হাঁসে  জীবন বুঝি থেমে আসে।