মিষ্টি মধুর শুশীল হাঁসি, হিয়ায় রয়েছে গেঁথে;
কবির কলমে কাব্য মালায়, উঠেছে হাসি ফুটে।

ডাইরি ভরে শুধু আছে , হাঁসির কল্পনা;
এপিঠ ওপিঠ পাতা ভর্তি , হাঁসির উপমা।


হাঁসির ধারায় তাল মিলিয়ে, জগৎ আছে ভুলে;
হাঁসি ঠাট্টা হইহুল্লোড় রবে নীরব মনে ।
মূল্যহীনা আসল হাঁসি, মেলা বড়ই দায়;
আসল রূপে নকল হাঁসি ,  মূল্যের  বিনিময়।


স্বজন সাথি হাসায়' বড়ই অদ্ভুত দুনিয়ায়!
হাঁসির ছলে দেখায় শুধু আপন মহিমায়।