কাশ্মীর হতে কন্যাকুমারী সর্বত্রই ভারত ভূমি।
দেব রূপের পূজিত ভূমি, বিশ্ববাসীর  শান্তির বাণী!
নানান ধর্মের ঐক্যপূর্ণে গড়েছি মোদের ভারত ভূমি।


বিষাদ নামে হিয়া ফাটে, রক্তক্ষরণ
ধর্মের টানে।
হিন্দু-মুসলিম ভাই-ভাই টুঁটি টিপে নিধন নামাই ।
ভন্ড ওস্তাদ ধর্মের নামে মানুষ্যত্বে বিবাদ হানে ।


জাতপাত মোদের রক্তে রাঙ্গানো, ভেদাভেদি মোদের কর্মে কামানো।
ধর্মের ঊর্ধ্বে মর্ম অন্ধ , জাতী ডাঙ্গা মোদের কর্ম।
রক্ত ক্ষরণ দীর্ঘক্ষণ, মৃত্যুর হাহাকার
সর্বক্ষণ।