খানিক মুহূর্তে  হাজার রঙ, বেরঙের মিশেছে একবিন্দু অশ্রু গড়িয়ে যায় কূল হারানো সাগর স্রোতে।
দেশান্তরী হতে চেয়ে হৃদয়ের করুন দশায়, হাল্কা বাতাসে ভেসে ওই মন ফিরে পাওয়ার অভিমানে আপন করে নিতে।
অবিশ্বাস্য স্বপ্ন পারি দেয় নির্ভয়ে অতুলনীয় ইচ্ছে বাস্তবায়ন করার কামনায় একটুকরো ছিন্ন মনের সাগর বুকে।
না আছে কান্না না আছে তেজ সর্বহারা শ্রেণীর সারিতে দাঁড়িয়ে ঊর্ধ্বে গগনে চেয়ে ছলছল নয়নে অব্যেক্ত হৃদয়ে ছলনার ব্যক্তের অভিপ্রায়।
শুধু ভরসা টুকু জ্যান্ত থাকুক যুগ যুগ ধরে নিরাকার ওই সাগর তলে ।