কবিতার মায়াজাল বিছিয়ে বসে আছে" বাংলা কবিতা" । দিনভর কবিতার বর্ষন হয়ে থাকে, শতাধিক কবিদের কলমের ডগায়। শুধু মনে কতগুলো প্রশ্ন খোঁচা দিয়ে বলে , কবিতায় যে মন্তব্য করেন কবিবর! তা কি হৃদয় থেকে  উপলব্ধি, না শুধু একটুখানি উৎসাহিত করার আশায়?  প্রতিটি মন্তব্য উৎসাহিত করে মূল্যবান কবিতার কবিদের । উৎসাহিত মতামতে কবিদের চাহিদা আকাশচুম্বী হয়ে যায় । যদি কবিতার মান মনমতো না হয় তাহলে কি উৎসাহিত অথবা মন্তব্য  করা উচিত? না হয় পুরোপুরি নিজস্বতার উপর নির্ভর করা উচিত।