ওরে ও নীল দরিয়া খুঁজিয়া তোর পাড়!
মাঝখানতে ভেলা ভাসাই অথৈই জলের ভাঁড়।
গুনগুন  স্বরে কন্ঠের গীত, বাতাসে ছড়িয়া ছুটে!
রূপের শয্যা বিছাইয়া আছো, ঢেউ নড়ে উঠে দোলে।
দৃঢ় দৃষ্টির চঞ্চল মন, অসীমে চাহিয়া বুঝে;
স্বজন সাথী ফিরিয়া আসিল, পাড়ে নিতে আমারে।
খলখল সুরে ঢেউ আসিয়া, শৈত্য প্রবাহে গা ভিজাইয়া, হুঁশ ফিরিয়া আয়!
আশায় আবেগে স্বপ্নের ঘোরে বুকভরা প্রত্যাশায়।