নিঃশব্দ ভালো থাকা
নীঃজন সন্ধ্যা,
পাখিদের কলাহলও মৃদু হয়ে আসে—
আকাশে আলো কমে এলে যেমন মন নিঃশব্দ হয়ে যায়।
ভালো থাকা কি শুধু চুপচাপ বেঁচে থাকা নয়?
ভালো থাকা মানে—
নিজেকে ছুঁয়ে থাকা, তার স্পর্শ ছাড়াই।
আর একপাশে,
অন্য পথে হাঁটে দুটি কায়া—
যাদের কোনো নাম নেই, পরিচয় নেই,
তবুও তারা বয়ে আনে স্নেহ, মায়া,
সুখ-দুঃখ, হাহাকার, হাঁসি-কান্না।
সব কিছু মিলে তারা হয়ে ওঠে জীবন।
তাদের চোখে থাকে প্রশ্ন,
তাদের হাতে অনুভবের অদেখা চিঠি।
তাদের মুখে হাসে নীরবতা,
তাদের ভেতরেই জমে থাকে এক নিঃশব্দ ভালোবাসা।