ও নদী তোমার শেষ কোথায়, আমাকে খানিক নিয়ে যাবে?
জানিনে বাছা! নদী বলে, কোথায় আদি কোথায় শেষ।
আদি বলে' হিমের দেশে; শেষ বলে সাগরে মিশে।
'মিথ্যে নদী' তোমার জানা, আমায় করো কেন মানা?
নদী বলে; তীরের কাছে উওর পাবে, প্রশ্ন করো তীরে গিয়ে।


ও তীর, তোমার শেষ কোথায়, আদি তোমার জানা আছে?
আদি সেথায় ধারা বয়ে, সলিল ছুটে আমায় ছুঁয়ে;
শেষ হই আমি সাগর তটে, সলিল ছুটে অচিন দেশে।
ও তীর তোমার জানা আছে নদী শেষ কোথা হতে?
'জানিনে বাছা নদীর কথা'; সলিল রাশির জানা আছে।


ওগো সলিল জানিয়ে যাবে, তোমার শেষ কোথা হতে?
গা ভাসায়ে দেবো আমি, তোমার শেষ খুঁজে পেতে।
হেসে খেলে সলিল ছুঁটে, মৃদু স্বরে ধ্বনি ভাসে।
আদি আমার অসীমের তরে, শেষ আমার আদির তরে;
ভূতলে আমি, ভূমিতে আমি, আমি গগনে।।